ল্যাভরভকে বয়কট করলেন পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০২:৪৪ পিএম

ল্যাভরভকে বয়কট করলেন পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা

সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের দফতরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্য চলাকালে তাকে বয়কট করেছে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

আরও পড়তে পারেন: খারকিভের পতন, আকাশ থেকে নামছে রুশ ছত্রীসেনারা

বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়,স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় প্রায় ৪০ দেশের শতাধিক কূটনীতিক ওয়াকআউট করেন।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং অন্যান্য দূতের বয়কটের পর কক্ষটিতে মাত্র অল্প কয়েকজন কূটনীতিককে দেখা গেছে।

তাদের ওয়াকআউটের পর কক্ষে ছিলেন জেনেভায় জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গ্যাটিলভ, যিনি লাভরভের সাবেক ডেপুটি এবং সিরিয়া, চীন ও ভেনিজুয়েলার রাষ্ট্রদূতরা।

আরও পড়তে পারেন: ‘জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়েছে’

ওয়াকআউটে নেতৃত্ব দেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভেনিয়া ফিলিপেনকো। তার সঙ্গে ওয়াকআউটে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাশিয়ার বিমানের জন্য ইউরোপীয় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় লাভরভ মানবাধিকার কাউন্সিলে এসে সরাসরি ভাষণ দিতে পারেননি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নিজ বক্তৃতায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের ওপর তার দেশের হামলাকে ন্যায্যতা দিয়ে উল্টো ইউক্রেন কর্তৃক রুশ সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন লাভরভ।

এদিকে লাভরভের বক্তৃতায় ওয়াকআউট করা কূটনীতিকরা বলেন, মানবাধিকার কাউন্সিলকে 'বিকৃত তথ্যের প্ল্যাটফরম হিসেবে অপব্যবহার করা উচিত নয়'।

Link copied!