প্রধানমন্ত্রীর জাপান সফরে যা থাকছে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ০৬:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর জাপান সফরে যা থাকছে

জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হন। মঙ্গলবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন সরকারপ্রধান।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ২৮ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। ১৯৯৭ সালের জুলাই মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে তিনি জাপান যান।

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।  

পররাষ্ট্রমন্ত্রী ডে. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় টোকিওতে অবতরণ করবেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আইসিটি এবং সাইবার সিকিউরিটি কো-অপারেশন নিয়ে সেক্টরে প্রায় ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজের মাধ্যমে শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হবে।

২৭ এপ্রিল প্রধানমন্ত্রী টোকিওর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একইদিন জাপানের চারজন নাগরিককে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন সরকারপ্রধান।  বাংলাদেশ সরকার এর আগেও বেশ কয়েকজন জাপানিকে এ সম্মান প্রদান করেছে।

২৭ এপ্রিল সন্ধ্যায় জাপান প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাপান সফরের সময় আরও কিছু দ্বিপাক্ষিক বৈঠক ও সাক্ষাতে অংশ নেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়াও জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।

বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে জাপান সফরে গেছেন। এছাড়া ব্যবসায়িদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সাথে জাপান গেছেন।

প্রধানমন্ত্রী জাপান থেকে যুক্তরাষ্ট্র যাবেন। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পার্টনারশিপের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এর আমন্ত্রতে সেখানে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি যুক্তরাজ্য সফর করবেন। দেশটি সফর শেষে আসছে ৯ মে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!