এবার বাদ-ই পড়লেন নাঈম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২২, ০২:২৫ পিএম

এবার বাদ-ই পড়লেন নাঈম

মোহাম্মদ নাঈম এবার মিনিস্টার ঢাকার একাদশ থেকে বাদ-ই পড়েছেন। কোনো পজিশনে এই বাঁহাতি ব্যাটসম্যান নিজেকে মেলে ধরতে না পারার খেসারত দিয়েছেন বাদ পড়ে। 

এ ছাড়া খেলছেন না মাশরাফি বিন মুর্তজা। নাঈম-মাশরাফিসহ খুলনা টাইগার্সের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছে ঢাকা। একাদশে নেই মোহাম্মদ শাহজাদ ও এবাদত হোসেন চৌধুরী।  তাদের পরিবর্তে এসেছেন রুবেল হোসেন, শামসুর রহমান শুভ, জহুরুল ইসলাম অমি এবং আহমেদ ওমরজাইকে। 

বুধবার (৯ ফেব্রুয়ারি)খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেসের নবম ম্যাচে এ পরিবর্তনগুলো নিয়ে নামে ঢাকা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। ফরচুন বরিশালের দুই ম্যাচের পর আজ মাত্র তৃতীয় ম্যাচে ঘটলো টস জিতে আগে ব্যাটিং নেওয়ার ঘটনা। 

৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ঢাকা। অন্যদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে খুলনা।

Link copied!