ফটোসেশনে না এসে শুটিং করলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৬:১৫ এএম

ফটোসেশনে না এসে শুটিং করলেন সাকিব

 

বিপিএল ফাইনালের ফটোসেশনে অংশ না নিয়ে বিজ্ঞাপনের শুটিয়ে ব্যস্ত সময় কাটালেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে শিরোপা উন্মোচন, ফটোসেশন ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল ফরচুন বরিশালের অধিনায়ক সাকিবের। কিন্তু মাঠেই হাজির হননি । উল্টো তার অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমে মিথ্যা বলেছেন ফরচুন বরিশালের ম্যানেজার সাব্বির খান। তিনি জানান, পেটে পীড়া থাকায় সাকিব ফটোসেশনে অংশ নেননি।

বিপিএলের ফাইনালের আগে অফিসিয়াল ফটোসেশন নিয়মিত প্রক্রিয়ার অংশ। প্রতি বছরই দুই অধিনায়ক ফাইনালের শিরোপা উন্মোচন করেন। দুই অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন। এরপর গণমাধ্যমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেন তারা।

বৃহস্পতিবারও মিরপুরে এমনটা হওয়ার কথা ছিল। কিন্তু সাকিবকে পাওয়া গেল না। টিম ম্যানেজমেন্ট নিয়ে আসলেন কাজী নুরুল হাসান সোহানকে। 

সাকিবের অনুপস্থিতিতে নিয়ে দলের পক্ষ থেকে পাওয়া যায় দুই বক্তব্য। সহ অধিনায়ক সোহানের বক্তব্য, 'গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা অনুশীলন করেছি। আজ হয়ত জিম করছেন সে কারণে হয়তবা আসতে পারেনি। তাই আমি এসেছে। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার।'

আর দলের ম্যানেজার সাব্বির খানের বরাত দিয়ে টিম ম্যানেজার বললেন, ‘পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় আসতে পারেননি সাকিব।’ আর কোচ খালেদ মাহমুদ সুজন বললেন, ‘পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছে তিন থেকে চারদিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বলল- "ভাল লাগছে না যাব না"। আমি বলেছি ঠিকাছে।' 

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় গুনী পরিচালক অমিতাভ রেজার সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলেন সাকিব। এবারের বিপিএলে জৈব সুরক্ষা বলয় নেই। তবে অনুসরণ করা হচ্ছে ম্যানেজড ইভেন্ট ইনভারমেন্ট (এমইই)। যেখানে সাফ বলা আছে, বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত কারণে হোটেলের বাইরে কোনো ক্রিকেটার, কর্মকর্তা বের হলে তাকে অবশ্যই কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে পুনরায় হোটেলে প্রবেশ করতে হবে।  বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেল, সাকিব হোটেলের বাইরে গিয়েছেন এরকম কোনো তথ্যই তাদের কাছে নেই। 

সাকিবের ফটোসেশনে অংশ না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে অনুপস্থিত ছিলেন সাকিব।

Link copied!