বাপ্পি লাহিড়ীকে স্মরণ বিপিএলের মঞ্চে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৬:০৫ এএম

বাপ্পি লাহিড়ীকে স্মরণ বিপিএলের মঞ্চে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং গেয়েছিলেন সদ্য প্রয়াত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মিরপুর শের-ই-বাংলায় অস্থায়ী মঞ্চে নিজের সুর ও সংগীত আয়োজনে বিপিএল থিম সং ‘বিপিএল কাপ’ গেয়ে শোনান এই কিংবদন্তি শিল্পী। তার সঙ্গে ছিলেন ভারতের আরেক শিল্পী শান ও বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

বুধবার বিপিএল খেলা চলাকালীন প্রয়াত শিল্পীকে স্মরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কুমিল্লা ও চট্টগ্রামের ম্যাচের প্রথম ইনিংস শেষে জায়ান্ট স্ক্রিনে ভেসে আসে বাপ্পি লাহিড়ীর হাসিমুখ। সেখানে লিখা,‘রিমেমবারিং বাপ্পি লাহিড়ী, ১৯৫২-২০২২)’। 

বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান ৬৯ বছর বয়সী বাপ্পি লাহিড়ী। একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত এক বছর ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

Link copied!