আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’য় জনঢল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২১, ০৩:০২ পিএম

আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’য় জনঢল

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ হয়েছে।শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টার কিছু পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়।

পরে শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নাম্বারের ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হওয়ার কথা।

নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় শোভাযাত্রায় অংশ নেন নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ। তাদের কন্ঠে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ‘জয় শেখ হাসিনা’ ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’ নানা ধরণের স্লোগান।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আবদুর রহমান, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!