জাতীয় সংসদের বিরোদী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আবারও থাইল্যান্ড গেছেন।
মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বেগম রওশন এরশাদের সঙ্গে তার পুত্র ও রংপুর ৩ আসনের এমপি রাহ্গির আল মাহী সাদ এরশাদ ও তার স্ত্রী মহিমা সাদ রয়েছেন।
এর আগে, রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে রওশন এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি সালাউদ্দিন মুক্তি, পার্টির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী প্রমুখ।
প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর শারীরিক সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক যান রওশন এরশাদ। প্রায় আট মাস চিকিৎসা শেষে ২৭ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে দেশে ফিরেন ময়মনসিংহ-৪ আসনের এই সংসদ সদস্য।