বাংলাদেশের চলচ্চিত্র জগতের ছোট কিংবা বড় দুই পর্দায়ই দূর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জিপিএ ফাইভ না পাওয়াদের প্রসঙ্গে একটি ফেসবুক পোস্টের অবতারণা করেছেন।
সেখানেই লিখেছেন, তার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর ৩ মাস পাগল ছিলেন তিনি।
নিজের দুরাবস্থার কথা উল্লেখ করে জিপিএ ফাইভ না পাওয়াদের উদ্দেশে চঞ্চল লিখেছেন, “আজ যারা জি পি এ ফাইভ পায়নি, আমার ধারনা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করতো….যেমন খেলাধুলা,গান বাজনা,ছবি আঁকা….নানান কিছু…..সমস্যা নাই এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়,প্রতিষ্ঠিত হওয়া যায়। কিন্তু কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেইম খেলে,ফেবু করে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে থাকে, তার ভবিষ্যত কিন্তু সুবিধার না।”