ইভিএমে নির্বাচনের ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২৩, ০৯:২২ পিএম

ইভিএমে নির্বাচনের ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচনের ফলাফল পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে খুলনা নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান নির্বচন কমিশনার বলেন, “ সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। ইভিএমে নির্বাচনের ফলাফল পরিবর্তনের ন্যূনতম কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ মনিটরিং করা হবে।” এসময় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো ভোটারকে বাধা প্রদান এবং তার অধিকার খর্ব করা যাবে না।

নির্বাচনে সকলের সমান সুযোগ থাকবে উল্লেখ করে সিইসি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে সকলে নির্বাচিত হন না। কেউ নির্বাচিত হবেন, কেউ পরাজিত হবেন। পরাজয় মেনে নিতে হবে। গাজীপুরে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।” 

কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমাদের দেশে প্রত্যাশিত মাত্রায় নির্বাচনী সংস্কৃতি গড়ে ওঠেনি। তবে নির্বাচনী সংস্কৃতির উন্নয়ন হয়েছে। গাজীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় মেনে নিয়েছে, অভিনন্দন জানিয়েছে। এটা একটি ভালো সংস্কৃতি।”

প্রার্থীদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আচরণবিধি মেনে চলুন। আচরণবিধি ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে ভোটারদের ভোট প্রয়োগের সুযোগ করে দেয়া। তিনি নির্বাচনের দিন প্রতিটি বুথে প্রার্থীদেরকে এজেন্ট নিয়োগ দেয়ার আহবান জানান।”

খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মইনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

Link copied!