করোনোয় দেশে বুধবারও ১১৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ০৬:২৬ পিএম

করোনোয় দেশে বুধবারও ১১৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবারও (২৪ আগস্ট) গত ২৪ ঘন্টায় ১১৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট ২৫ হাজার ৬২৭ জন মারা গেলেন।এর আগে, মঙ্গলবার (২৪ আগস্ট) একদিনে ১১৪ জন, সোমবার (২৩ আগস্ট) ১১৭ জন, রবিবার (২২ আগস্ট) ১৩৯ জন ও তার আগের দিন (২১ আগস্ট) ১২০ জনের মৃত্যু হয়। 

বুধবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ আগস্ট)গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। ৩৩ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা  হার ১৪ দশমিক ৭৬।

এর আগে, মঙ্গলবার (২৪ আগস্ট) একদিনে ৫ হাজার ২৪৯ জন, সোমবার (২৩ আগস্ট) ৫ হাজার ৭১৭ জন, রবিবার (২২ আগস্ট) ৪ হাজার ৮০৪ জন ও শনিবার (২১ আগস্ট) ৩ হাজার ৯৯১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

এদিকে,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় বুধবার (২৫ আগস্ট)গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮০৮ জন। এনিয়ে দেশে মোট ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন সুস্থ হয়েছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়।

 

 

Link copied!