কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাজিল-আর্জেন্টিনার মতো: সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২২, ০৯:১৯ পিএম

কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাজিল-আর্জেন্টিনার মতো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “আমরা নির্বাচনে যুদ্ধ চাই না, প্রতিযোগিতা চাই। প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার মত। এখানে কেউ বিজয়ী হবে, কেউ হারবে। তবে কেউ পেশীশক্তির ব্যবহার করবেন না।”

রবিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমরা আনন্দমুখর একটি পরিবেশ চাই। আনন্দমুখর পরিবেশে নির্বাচন করতে আমরা প্রস্তুত আছি।”

প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, “নির্বাচন কিন্তু যুদ্ধ নয়। লাঠিসোঁটা ও পেশিশক্তি ব্যবহার করে জিততে হবে—এ ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে। নির্বাচনে কেউ পেশিশক্তির ব্যবহার করলে তাঁর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এ ধরনের ঘটনা যেন কুমিল্লা সিটি নির্বাচনে না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। আমরা একটি মডেল নির্বাচন করতে চাই। কুমিল্লা একটা মডেল হতে পারে।”

কাজী হাবিবুল আউয়াল বলেন, “পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ভোটার উপস্থিতি বেশি। এটা ৬০ শতাংশ, ৭০ শতাংশ ও তার বেশিও হতে পারে। বিশ্বের অন্যান্য দেশে এতসংখ্যক ভোটার উপস্থিত থাকেন না। আমাদের দেশের ভোটাররা সচেতন।”

আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে ১০৫ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এখন ১৪৭ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

Link copied!