গতকাল খালেদার আবার রক্তক্ষরণ হয়েছে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ১১:১০ পিএম

গতকাল খালেদার আবার রক্তক্ষরণ হয়েছে: ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকাল সন্ধ্যায় আবার রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ থেকে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিভাগীয় এই সমাবেশ হয়। 

ফখরুল বলেন, “কাল সন্ধায় এ জেড এম জাহিদ হোসেন আমাকে ফোন করে বললেন যেতে। তার চিকিতসা করছেন প্রায় ১০ জন। তারা বসে আছেন। প্রত্যেকের মুখে চিন্তার ছাপ। আমি ঘরে ঢুকে তাদেরকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তারা বললেন, আমরা যেটা আশংকা করেছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম। আমরা যেটা বলেছি, যে যেকোনো সময় আবার রক্তক্ষরণ হতে পারে। বন্ধুগণ কাল সন্ধায় আবার তার রক্তক্ষরণ হয়েছে।”

Link copied!