ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১০:৫৫ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) খন্দকার গোলাম ফারুককে গ্রেড-১ পদমর্যাদা দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের চাকরি গ্রেড-১-এ উন্নীত করা হয়।
জাতীয় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পেয়ে আসলেও এখন থেকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক র্যাঙ্কধারী এই দুই কর্মকর্তা গ্রেহ-১ অনুযায়ি বেতন ভাতা পাবেন।
সরকারি বেতন স্কেল অনুযায়ী, গ্রেড-২-এ মূল বেতন ৬৬ হাজার টাকা আর গ্রেড-১-এ মূল বেতন ৭৮ হাজার টাকা। সরকারের এই সিদ্ধান্তের ফলে বেতন বাড়লেও আগের পদেই থাকছেন র্যাবের ডিজি ও ডিএমপি প্রধান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১-এর দুটি সুপারনিউমারারি পদ (অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে বিলুপ্তির শর্তে) অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়।’
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর র্যাবের ৯ম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা এম খুরশীদ হোসেন। ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাবনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারের পুলিশ সুপার ছিলেন খুরশীদ হোসেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি থাকাকালে জঙ্গিবাদ-চরমপন্থী ও অন্যান্য অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়ায় জন্ম নেওয়া পুলিশের এই কর্মকর্তা। ২০২১ সালের ১৭ মে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেয় সরকার। সবশেষ র্যাবের ডিজি হওয়ার আগে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেছেন এম খুরশীদ হোসেন।
অন্যদিকে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকও বিসিএস-১২তম ব্যাচের কর্মকর্তা। টাঙ্গাইলে জন্মগ্রহণকারী পুলিশের এই কর্মকর্তা সহকারী পুলিশ সুপার পদে যোগদানের পর পেশাগত জীবনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, অতিরিক্ত ডিআইজি হিসেবে তিনি ডিএমপি ও ঢাকা রেঞ্জ পুলিশে কাজ করেছেন। পরবর্তীতে ডিএমপিতে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হিসেবে কাজ করেন। তিনি রংপুর ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।