চীনের তৈরি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধক সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর ফলে চীনের টিকাগ্রহীতাদের ওমরাহ পালনের জন্য আর দুশ্চিন্তা করতে হবে না।
মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এ নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল।
এর আগে, সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ওমরাহ পালনের জন্য বাইরের দেশগুলো থেকে যারা সৌদি আরবে যাবেন তাদের করোনাভাইরাস প্রতিরোধী ফাইজার, মডার্না, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সৌদি প্রশাসনের এই ঘোষণায় বেশ বেকায়দায় পড়ে যায় ওমরাহ পালনে আগ্রহীরা।
বাংলাদেশ থেকে যারা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তাদের বেশিরভাগই রাজধানী ঢাকার বাইরের বিভিন্ন জেলার অধিবাসী। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ঢাকার বাইরের জনগণকে বেশি দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা। তবে তাদের ওমরাহ পালনে যেতে হলে ফাইজার, মডার্না, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণকরে যেতে হবে। এমতাবস্থায় ওমরাহ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন তারা।
এর আগে বিষয়টির সুরাহার জন্য সরকারকে জোরালো প্রচেষ্টা চালানোর অনুরোধ জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
মঙ্গলবার (২৪ আগস্ট) সংগঠনের সভাপতি এম শাহাদাত হোসাইন দ্য রিপোর্টকে বলেন, সিনোফার্মের টিকাগ্রহীতাদের ওমরাহ পালনে সৌদি সরকারের সাথে আলোচনার জন্য ধর্ম মন্ত্রালয়ের মন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি উড়োজাহাজের টিকিটের দাম কমানো এবং ফ্লাইটের আগে পিসিআর টেস্টে কোভিড–১৯ পজিটিভ এলে তাঁদের টিকিট আবার ইস্যুর বিষয়টি নিশ্চিত করতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
রবিবার (২২ আগস্ট) হাবের উদ্যোগে বাংলাদেশের নাগরিকদের ওমরাহ হজ নিশ্চিতে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ওই আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে হাব সভাপতি আরও বলেন,মন্ত্রণালয় থেকে তাদের নিশ্চিত করা হয়েছে বিষয়টি নিয়ে তারা সৌদি সরকারের ওমরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে দ্য রিপোর্টকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মো. নূরুল ইসলাম বলেন, সিনোফার্মের টিকাগ্রহীতাদের ওমরাহ পালন নিশ্চিত করতে সৌদি আরবের ওমরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করছি খুব শিগগির এ বিষয়ের সুরাহা হয়ে যাবে।’
বিশ্বব্যাপী করোনাভাইরাসের এই মহামারির সময়ে অনেক দেশের লোকজণ সিনোফার্মের টিকা নিয়েছেন উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আরও বলেন, ‘আমাদের সিদ্ধান্তটা তাদের ওমরাহ ও হজ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তারা এখন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করবে।’