এপ্রিল ২০, ২০২২, ০১:৩৩ পিএম
 
						
                            
                                                        সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মঙ্গলবার গোপালপুরে প্রতিবাদ বিক্ষোভ করলেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকেরা। এর আগের রবিবার গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের বিরুদ্ধে। এদিন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার দাবি করেন, তাঁকে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এ ব্যাপারে তিনি রবিবারই জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পাঠিয়েছেন। যাতে সই করেছেন জেলার আরও সাতজন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
তবে ওই হুমকিকে ‘বানোয়াট’ দাবি করেছেন এমপি ছোট মনির। তাঁর কর্মী-সমর্থকেরা মঙ্গলবার উপজেলা সদরে ওই ‘বানোয়াট হুমকির’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আরও পড়তে পারেন:
উপজেলা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি স্থানীয় এমপির!
মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় ও থানা সংলগ্ন প্রধান সড়কের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শহরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মহিলা আওয়ামী লীগসহ নেতাকর্মীরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান ধরে বিক্ষোভ মিছিল নিয়ে এসে কর্মসূচিতে যোগদান করেন।
মানববন্ধন শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বর্তমান এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তাঁরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা চেয়ারম্যানের অভিযোগ পত্রে বলা হয়েছে, গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংসদ সদস্য ছোট মনির উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারকে প্রাণনাশের হুমকি দেন।
পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইউনুস ইসলাম তালুকদার হুমকির বিষয়টি সভায় উপস্থাপন করেন এবং বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী অবহিত করার দাবি জানান।
হুমকির এ ঘটনার বিবরণসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপিতে জেলার ১২ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে ছয়জন স্বাক্ষর করেন।
এ প্রসঙ্গে সংসদ সদস্য ছোট মনির গণমাধ্যমের কাছে দাবি করেন, গত ১০ এপ্রিল গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কিছু মিথ্যা অভিযোগ আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেন। সভা শেষে তিনি (সংসদ সদস্য) জেলা প্রশাসক কার্যালয় থেকে চলে আসেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হুমকি দেওয়া দূরের কথা কোন কথাও হয়নি। তিনি আরও বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সামনে নির্বাচন আসছে। তাই আমাকে হেয় করার জন্য এবং আমার ভাবমুর্তি নষ্ট করার জন্য এসব মিথ্যা অভিযোগ করছেন।
মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    