নভেম্বর ১০, ২০২১, ০৪:৪৯ পিএম
কোভিড মহামারির কারণে এবারও হচ্ছে না জেএসসি পরীক্ষা। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। অ্যাসাইনমেন্ট ও বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতেই জেএসসি পরীক্ষার্থীদের সনদ দেওয়া হবে।
অষ্টম শ্রেণি সমাপনীর সনদ পেতে শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি মঙ্গলবার এ বিষয়ে জেএসসি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনায় পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।
এই মূল্যায়নের মাধ্যমে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতেই পরে শিক্ষা বোর্ড জেএসসি সনদ দেবে।
করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয় ১২ সেপ্টেম্বর।
পরে ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ২০২০ সালের মতো চলতি বছরও জেএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানান।
এর আগে ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে শিক্ষা বোর্ডগুলোকে জানানো হয়, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেমে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফল অনুযায়ী বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।