অক্টোবর ১৩, ২০২২, ০৭:৪৫ পিএম
সারা দেশে ফের এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েছে। ডেঙ্গু পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত চব্বিশ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ৭৬৫ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এটি চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৮টি প্রাণ। আগের দিন যা ছিল মাত্র একজন। এতে করে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। নতুন মারা যাওয়াদের মধ্যে পাঁচজনই চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকায় দুজন, অন্যজন বরিশালের।
গত একদিনে রেকর্ড ৭৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ৪৯৭ জন। আর ঢাকার বাইরে ২৬৮ জন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগের শিকার হয়েছেন ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে চলতি মাসেই সাত হাজার ১৯০ জন। গত মাসে আক্রান্ত হয়েছিল ৯ হাজার ৯১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ৬৯৫ জন। এদের মধ্যে রাজধানীর ৫১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৯১৫ জন এবং বাইরে ৭৮০ জন।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থাপনায় এখনো ঘাটতি রয়েছে। যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের এলাকা চিহ্নিত করে সেখানে ব্যাপক অভিযান চালাতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে লিফলেট, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. লেলিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ঢাকা দুই সিটি করপোরেশন ও আশেপাশের এলাকায় একযোগে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে জোড়ালো পদক্ষেপ নিতে হবে। সেখানে দুই সিটির কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এডিস নিধনে মাঠে নামতে হবে। এছাড়া এডিস মশা নিধন সম্ভব নয়।