বাংলাদেশের স্বাধীনতায় বিএনপির আস্থার অভাব থাকায় দলটি ৭ মার্চ ও ৭ জুনের মতো ঐতিহাসিক দিবসগুলো পালন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সোমবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
ছয় দফার মতো ঐতিহাসিক দিবসগুলোর পালন না করায় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে। স্বাধীনতার চেতনায় যদি তারা বিশ্বাসী হতো তাহলে ৭ মার্চ, ৭ জুন- এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকতো এবং পালন করতো।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছয় দফার যে লক্ষ্য ছিল তা বাস্তবায়নে আওয়ামী লীগ কাজ করছে। দেশকে সাফল্যের চূড়ায় না নেওয়া পর্যন্ত এই চেষ্টা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তির সংগ্রাম করছি। উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে নবযাত্রার সূচনা আমরা করেছি। ৭ জুনের শপথ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্য।’
এর আগে দলের নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।