দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ১২:০৯ পিএম

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ডেঙ্গুর ভয়াবহ সংক্রমণ মোকাবিলায় নিজেদের স্বার্থেই সবার সচেতন হওয়া দরকার বলেও তিনি মন্তব্য করেন। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জা্তীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।  

অধিবেশনের শুরুতেই সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ নিয়েও কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সঙ্গে দেশে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু প্রকোপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের প্রয়োজনেই সচেতনতা সৃষ্টি করতে হবে। ঘরবাড়ি পরিষ্কার রাখাসহ ঘরে ফ্রিজ, টব, আঙ্গিনাসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি যেখানে মশার বংশবৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেগুলো পরিষ্কার রাখতে হবে।’

সংসদ নেতা বলেন, করোনা পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে হলেও আমাদের সচেতন থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি বিভিন্ন সময়ে তার রূপ বদলে ভয়ংকর রূপ নিতে দেখা গিয়েছে।’

করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্র্রী বলেন,‘লকডাউন তুলে নেওয়া হলেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরা, নিয়মিত গরম পানির ভাপ নিন।’ করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেন সরকারপ্রধান।

দেশের সবাইকে টিকার আওতায় আনার প্রত্যয় জানিয়ে সংসদ নেতা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশের প্রত্যেক জনগনকে টিকার আওতাভুক্ত করা হবে। দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’করোনা পরিস্থিতির একটু উন্নতি হলেই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

সংসদে শোকপ্রস্তাব গ্রহণ শেষে মরহুমের আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সংসদের রীতি অনুযায়ী অধিবেশন মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

Link copied!