এপ্রিল ১৩, ২০২৩, ০৬:১৬ পিএম
আসছে নভেম্বরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন(বিআরটিসি)বহরে যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রনিক ডাবল ডেকার বাস। ভারত থেকে আনা ওই বাসগুলোর মধ্যে ৮০টি রাজধানীতে এবং অপর ২০টি চট্টগ্রাম মহনগরীতে চলাচল করবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর ৩২০ মিটার স্টিল আর্ট সেতু নির্মাণের পরামর্শ সেবা প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেতুমন্ত্রী বলেন, “আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ১০০ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন। এর আগেও প্রধানমন্ত্রী ১০০ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছেন।” এর আগে চলতি বছরেই বিআরটিসির বহরে ১০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস যুক্ত হওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
প্রসঙ্গত, ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পে বাংলাদেশ সরকার (জিওবি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) অর্থায়ন করবে। আর পরামর্শক সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এলইএ অ্যাসোসিয়েশন সাউথ এশিয়া লিমিটেড এবং দক্ষিণ কোরিয়ার ইয়ংমা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।