ডিসেম্বর ২, ২০২২, ০৮:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ। শুক্রবার বেলা তিনটার দিকে চারুকলা অনুষদের সামনে জাফর শাহের প্রাইভেট কারের ধাক্কায় সামনের মোটরসাইকেল থেকে পড়ে যান ওই নারী। নিহত নারীর নাম রুবিনা আক্তার (৩৫)।
সেই অবস্থায় তাঁকে টিএসসি হয়ে নীলক্ষেত পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। এরপর নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশীর দিকে সড়কের মুখে গেলে পথরোধ করে পথচারীরা। গাড়ির নিচ থেকে জীবিত উদ্ধার করে রুবিনাকে। আর গণপিটুনি দেয় কারের চালক সাবেক শিক্ষক জাফরকে।
খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ওই নারী ও চালককে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর ওই নারীকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘ওনার তো (শিক্ষক) নিজেরই দায়িত্ব ছিল গাড়ি থামানো। উচিৎ ছিল গাড়িটি থামিয়ে যিনি আহত হয়েছেন তাকে দেখা। উনি একজন শিক্ষক। সে হিসেবেও আমার মনে হয়েছে, তিনি কীভাবে এতটা পর্যন্ত গাড়িটি চালিয়ে গেলেন। এটি আমার কাছে অস্বাভাবিক লেগেছে।’
শিক্ষক আজহার জাফর শাহ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন। ২০১৮ সালে তাঁকে চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব জাফর শাহ। তাঁর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, ক্লাসসহ একাডেমিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে ২০১৮ সালে আজহার জাফর শাহকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। তাঁর বাসা কোথায়, তা জানা নেই। এ ঘটনায় আইনপ্রয়োগকারী সংস্থা বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।