প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১, ২০২১, ০৫:১৩ পিএম

প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রবীণদের অবহেলা নয়, সম্মানের আসনে অধিষ্ঠিত করেত হবে। রাজধানীর আগারগাঁয়ের সমাজসেবা অধিদফতরে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আজকের প্রবীণরা বিগত দিনে ছিলেন নবীন। প্রবীণরা অভিজ্ঞতায় সমৃদ্ধ। দেশ ও জাতির কল্যাণে তাদের কর্মকাণ্ডগুলো সম্মানের।

মন্ত্রী প্রবীণদের উদ্দেশে বলেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে আপনারা যে ভূমিকা রেখেছেন, দেশ-জাতি তা স্মরণ রাখবে। প্রবীণদের কর্মকান্ডের ধারাকে অটুট রাখতে নবীনদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি  বলেন, ‘প্রবীণদের অভিজ্ঞতাসমৃদ্ধ যে কর্মকান্ড দেশে সূচীত হয়েছে তা নবীনদের বাস্তবায়নে এগিয়ে আসতে হবে’।

মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর পরে দেশ পরিচালনায় যারা এসেছিলো তারা প্রবীণদের কথা ভাবেনি। তাদের জন্য বিগত সরকারগুলো কোন উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর প্রবীণদের জন্য সফলভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

উল্লেখ্য, আলোচনাসভায় জানানো হয়, প্রবীণদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় শীঘ্রই জাতীয় প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করবে। এছাড়া প্রবীণদের জন্য দেশের ০৮ টি বিভাগে ০৮টি সরকারী শিশু পরিবারে ২৫ আসন বিশিষ্ট  শান্তি নিবাস  স্থাপনের  কাজ চলমান রয়েছে বলে আলোচনা সভায় জানানো হয়।  

Link copied!