ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখায় ডিএনসিসির জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৮:১১ পিএম

ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখায় ডিএনসিসির জরিমানা

মশার লার্ভা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে রাজধানীর উত্তরা ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো জিয়াউর রহমান (অঞ্চল -২) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা এই অভিযান পরিচালনা করেন। 

এ সময় অনিয়মের অভিযোগে মোট ১০টি মামলা দায়ের করা হয়। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে প্রায় ৫শ মাস্ক বিতরণ করা হয়।

Link copied!