এপ্রিল ৩০, ২০২১, ০২:১০ এএম
রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের আট সদস্য দেশ ছেড়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বুধবার একটি বিশেষ ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়েছে। আজ সেই ফ্লাইট দেশ ছেড়েছে।’
তিনি আরও জানান, আজ বিকালে ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইয়ের আল-মাকতুম আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। চার্টার্ড ফ্লাইটে অভিযুক্ত আনভীর পরিবারের আট সদস্য ছিলেন।
যাত্রীতালিকা থেকে জানা যায়, ওই চার্টার্ড বিমানের ফ্লাইটে (ভাড়া করা উড়োজাহাজ) আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, আনভীর ছোট ভাই সাফওয়ান সোবহানের স্ত্রী ইয়াশা সোবহান ও তাদের মেয়ে এবং তিনজন গৃহকর্মী ছিল।
আনভীরের ছোট ভাই সাফওয়ান সোবহান এর আগেই দেশ ত্যাগ করেছেন।
পুলিশের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত অভিযুক্ত সায়েম সোবহান আনভীরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যদিও আগে থেকেই গুঞ্জন উঠে আনভীর আদালতের নিষেধাজ্ঞার আগেই দেশ ছেড়েছেন।
তবে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ চক্রবর্তী জানিয়েছেন, সায়েম সোবহান আনভীর এখনও দেশে রয়েছেন।