বিড়াল মেরে লবণ দিলেন আক্কেলপুরের মেয়র

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৬:২৪ পিএম

বিড়াল মেরে লবণ দিলেন আক্কেলপুরের মেয়র

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরীর ব্যক্তিগত গাড়ির চাপায় একটি বিড়াল মারা যায়। এতে অনুশোচনায় ভুগছিলেন তিনি। অনুশোচনা থেকে মুক্তি পেতে মেয়র মারা যাওয়া বিড়ালের ওজনের চেয়ে বেশি পরিমাণ লবণ বিতরণ করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনি পৌর ভবনের নিজ কার্যালয়ে ১০ জনকে ১০ কেজি লবণ দেন।

প্রথম আলো সূত্রে জানা গেছে, হঠাৎ লবণ বিতরণের কারণ জানতে চাইলে মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, তিনি দুই দিন আগে একটি ব্যক্তিগত গাড়ি চালিয়ে আক্কেলপুর থেকে নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজারে যাচ্ছিলেন। পথে আক্কেলপুর পৌর এলাকার সিঅ্যান্ডবি মোড়ের কাছে গাড়ির নিচে চাপা পড়ে একটি বিড়াল মারা যায়। এতে তিনি অনুশোচনায় ভুগছিলেন।

মেয়র বলেন, “ছোটবেলায় দেখেছি, কেউ বিড়াল মারলে তিনি বিড়ালের ওজনের সমপরিমাণ লবণ দেন। এ জন্য আমিও লবণ দিয়েছি। বিড়ালের ওজন পাঁচ-ছয় কেজি হবে বলে মনে হয়। এ জন্য বিড়ালের ওজনের চেয়ে একটু বেশি ১০ কেজি লবণ বিতরণ করেছি।”

Link copied!