ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৭:৪৭ পিএম
গত বছরের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের ভেতরও বাংলাদেশের জিডিপির হারকে বিস্ময়কর হিসেবে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার রাজধানীর পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, এ বছর চীনের অর্থায়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প শেষ হতে যাচ্ছে। সামনে আরও কয়েকটি মেগা প্রকল্প আসছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে চীনা সহায়তা অব্যাহত থাকবে।
স্মার্ট বাংলাদেশ গড়ার সঙ্গী হতে চায় চীন উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত আরও বলেন, “আমরা ভবিষ্যতে আরও বাংলাদেশের জিডিপি মেগা প্রজেক্ট নিয়ে কাজ করব। ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে এখন আমরা আইটি ও নবায়নযোগ্য শক্তির দিকে নজর দিচ্ছি।”
দুই দেশের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চালুর বিষয়ে আলাপ চলছে; এ বিষয়ে চলতি বছরই ঘোষণা আসতে পারে বলেও তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, “এটি একটি জটিল সমস্যা যা ৬ বছর বছর ধরে ঝুলে আছে। এর সঙ্গে অনেক পক্ষ জড়িত। চীন মধ্যস্থতার চেষ্টা করছে।” এসময় তিনি রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।