ভাসানচর থেকে পালাতে গিয়ে ৩ রোহিঙ্গা আটক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২১, ০৫:০৭ পিএম

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৩ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যম্প থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২১ আগস্ট) দিবাগত  রাত পৌনে ১২ টায় ভাসানচর থানা থেকে ২/৩ কিলোমিটার দূর থেকে তাদেরকে আটক করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।  রোববার (২২ আগস্ট) সকালে তাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের হাতে আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ক্লাস্টারের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) ও ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।

ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে শনিবার রাতে তিন রোহিঙ্গা পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সিভিল টিম তাদের আটক করে ভাসানচর থানায় হস্তান্তর করে। বিদেশী নাগরিক আইনে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

Link copied!