কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের ঝাপটায় মাছ ধরার একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকাটির ভেতর আটকে পড়ে দুই জেলের মৃত্যু হয়েছে। উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে মহেশখালী জেটিঘাটে তাঁদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেন ওই নৌকায় থাকা অন্য জেলেরা।
মারা যাওয়া দুই জেলে হলেন নেছার মিয়া (৩৭) ও আরিফ উল্লাহ (২৫)। তাঁরা কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শেখ কামাল জানিয়েছেন।
দুই জেলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কক্সবাজার শহরের নোনিয়ারছড়া এলাকার বাসিন্দা মো. পারভেজের মালিকানাধীন নৌকায় এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান নেছার মিয়া, আরিফ উল্লাহসহ ১৪ জেলে। হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের ঝাপটায় নৌকাটি ডুবে যায়। ১২ জেলে জীবিত অবস্থায় তীরে ফিরতে পারলেও দুজন নিখোঁজ থাকেন। অন্যান্য নৌকার সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করেন জেলেরা।