রাজধানীতে সাংবাদিকের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৩, ১০:৫৬ পিএম

রাজধানীতে সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে বিপ্লব জামান নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পুলিশ ওই বাসায় গিয়ে বিপ্লব জামানের (৬০) মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। বিপ্লব জামান ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেস এর সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি দ্য রিপোর্টকে ডট লাইভকে নিশ্চিত করেন পল্লবী থানার এডিসি নাজমুল হোসেন বলেন, “পল্লবীর একটি ভাড়ায় থাকা ফ্লাট থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়। যে বাড়িতে বিপ্লব ভাড়া থাকতেন সেই  বাড়ির মালিকও একজন সাংবাদিক।”  

নাজেমুল হোসেন আরও বলেন, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ‘ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’ চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।” পুলিশ এ বিষয়ে কাজ করছে বলেও জানান পল্লবী থানার এই উচ্চপদস্থ কর্মকর্তা।

Link copied!