আসছে ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত এবং বর্তমান মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুসহ ৫ মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
ছয় মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নপত্র যাচাই বাছাই বিকাল ৩টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুলের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি মনিরুল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নাগরিক কমিটির ব্যানারে মেয়র নির্বাচন করে জয়ী হন। ২০১৭ সালের ৩০ মার্চ মনিরুল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন। গত বছরের অক্টোবরে কেন্দ্রীয় বিএনপির এক সভায় অনুপস্থিত থাকায় মনিরুলকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়। তবে জেলায় তাঁর পদ রয়েছে। এবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। এ অবস্থায় মনিরুল স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে মেয়র প্রার্থী মো. মনিরুল হক গণমাধ্যমকে বলেন, “মনোনয়ন ফরম জমা দিয়েছি। দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর দলের কাছে অব্যাহতি চাইব। নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। আমি নির্বাচনে আছি, নির্বাচনে থাকব। তিন মাস ধরে আমি নির্বাচনী কাজ করেছি। মানুষের বাড়ি বাড়ি গিয়েছি। দোয়া চেয়েছি। কেন্দ্র কমিটি করেছি। এখন প্রতীকের অপেক্ষায় আছি। উন্নয়নের জন্য ভোটাররা আমাকে ভোট দেবেন। কুমিল্লার মানুষই আমাকে চান।”