মার্চ ২৬, ২০২৩, ০৯:৪৯ পিএম
চিকিৎসা নিতে এসে রাজধানীর শিশু হাসপাতালের আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকদের পিটুনিতে মো. মামুন(৩২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের হয়েছে। রবিবার শেরেবাংলা নগর থানায় ওই মামলা দায়ের করেন নিহতের ভাই মাসুদ রানা।
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাসুদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মাসুদ রানার অভিযোগ, “রবিবার বিকেলে ভাই সবাইকে বাসে তুলে দিয়ে হাসপাতাল এলাকায় যান প্রতিবেশী নুরুজ্জামানের অসুস্থ মেয়েকে দেখতে। হাসপাতালে প্রবেশের সময় আনসার সদস্যদের সাথে তার বাগবিতণ্ডার একপর্যায়ে আমার ভাই এক আনসার সদস্যের গায়ে হাত দেন। পরে আনসাররা ‘চোর’ বলে চিৎকার করলে সেখানে কয়েকজন অ্যাম্বুলেন্স চালক আসেন এবং তারা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেন।”
শেরেবাংলা নগর থানার এসআই আল মামুন বলেন, “এই ঘটনায় একজন অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না। ঘটনার সিসিটিভি’র ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাছাড়া 'নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। তাকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করতে তার পরিবারের কয়েকজন সদস্য ওই এলাকায় যান। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”
নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান শেরে বাংলা থানার এই কর্মকর্তা।
এদিকে, নিহত মো. মামুন (৩২) রাজধানীর পল্লবী এলাকায় বাস করতেন। তিনি চা দোকানদার ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।