সন্ধ্যায় আসছেন ওয়াং ই, আলোচনায় ঢাকা প্রাধান্য দেবে রোহিঙ্গা ইস্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০১:৩৪ পিএম

সন্ধ্যায় আসছেন ওয়াং ই, আলোচনায় ঢাকা প্রাধান্য দেবে রোহিঙ্গা ইস্যু

দুই দিনের সফরে শনিবার ঢাকা আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিন সন্ধ্যায় তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। ঢাকা সফরকালে রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৭টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ঢাকা-বেইজিংয়ের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়বেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে তাইওয়ান ইস্যুতে ঢাকার সমর্থন আরও দৃঢ় করতে জোর দেবে বেইজিং। অন্যদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের জোরালো প্রচেষ্টা ও ভূমিকার প্রত্যাশা করছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি বিষয় আলোচনায় স্থান পাবে।

চুক্তি ও সমঝোতার অগ্রগতি

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ে ২০১৬ সালে ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সম্পাদিত ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রকে নিয়ে চীন বিশেষ বার্তা দিতে পারে

এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় চীনের একচ্ছত্র প্রভাব মোকাবিলায় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ঘিরে যেসব জোট বা বলয় রয়েছে, তা নিয়ে উদ্বেগ রয়েছে চীনের। বাংলাদেশকে ওইজোটের সদস্য করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। তবে ওয়াশিংটনকে এ বিষয়ে ঢাকা এখনও কোনো প্রতিশ্রুতি  দেয়নি। বাংলাদেশ ওইজোটে যোগ দিক চীন তা পছন্দ করে না।  সম্প্রতি বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক লিউ জিনসং এক বৈঠকে এ বিষয়ে সতর্ক করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে  বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের জোট বা বলয় ঘিরে ঢাকাকে বেইজিংয়ের বার্তা দিতে পারেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গাকে ফেরাতে চীনকে জোরালো প্রচেষ্টা চালানোর জন্য আহবান জানাতে পারে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছে।

চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে গত বছরের জানুয়ারিতে ত্রিপক্ষীয় বৈঠকও হয়েছে। রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরাতে চায় বাংলাদেশ। আর মিয়ানমারের ওপর চীনা প্রভাবকে কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলেও মনে করে ঢাকা। তাই এ বিষয়টি বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

করোনাভাইরাসের কারণে যেসব শিক্ষার্থী চীন থেকে ফেরত এসেছে, ওইসব শিক্ষার্থী যাতে ফিরতে পারে এই বিষয়টিও বৈঠকে উঠে আসবে বলে জানা গেছে।

এছাড়া, বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকা ও বেইজিং আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

Link copied!