বিমানবন্দর থেকে সাফজয়ী নারী দলের সদস্য কৃষ্ণা নারী সরকার, সানজিদা ও ডিফেন্ডার শামসুন্নাহারের ব্যাগ থেকে নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে। এ ছাড়া কয়েকজনের ল্যাগেজের তালা ভাঙা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সাফজয়ী দলের একজন খেলোয়াড় জানিয়েছেন, বিমানবন্দর থেকে কৃষ্ণা রানী, সানজিদা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে দেড়লাখ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের ব্যাগের জিপ খোলা অবস্থায় পাওয়া গেছে।
বুধবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাবিনারা প্রবেশ করলে কেক কেটে ও ফুল দিয়ে তাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়াসচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।
উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে কৃষ্ণা রানী সরকারের দুই ও শামসুন্নাহার জুনিয়রের এক গোলে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।