অক্টোবর ৬, ২০২১, ০৮:০৮ পিএম
কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত এ নির্দেশ দেন।
পিবিআই পরিদর্শক গোলাম মোক্তার আশরাফউদ্দিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
চলতি বছরের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে ২১ বছর বয়সী ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর নিহতের বড়বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। পরে আদালত ১৮ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেন।
পরে, ওই কলেজ শিক্ষার্থীর বড়বোন গত ৬ সেপ্টেম্বর ধর্ষণ ও হত্যার ঘটনায় আনভীরের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-8 এ আরেকটি মামলা করেন। মামলায় আনভীর, বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ মোট ৮ জনকে অভিযুক্ত করা হয়।