ম্যাচ হারলেই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাবে পাকিস্তানের। এমন সমীকরণ নিয়ে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতেও আগে ফিল্ডিং নেয়। এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শাহিন আফ্রিদি ও হারিস রউফদের রীতিমতো তুলোধুনো করেছেন কিউই ব্যাটাররা। রাচিন রবীন্দ্র’র রেকর্ডগড়া তৃতীয় সেঞ্চুরি ও কেইন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে কিউইদের সংগ্রহ ৪০১ রান। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় কোনো দলের চারশ-ঊর্ধ্ব রান।
বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটা গড়ার জন্য যেন হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে দিয়েছিলেন হারিস রউফ এবং শাহীন শাহ আফ্রিদি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ম্যাচে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ডে নিজের নাম লেখিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৪০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বোলারদের মধ্যে বেশ খরুচে ছিলেন হারিস রউফ এবং শাহীন শাহ আফ্রিদি। বিশ্বকাপে পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটা এতদিন ছিল হাসান আলীর দখলে। ২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ৯ ওভারে ৮৪ রান দিয়ে ১ উইকেট নেন হাসান। সেই রেকর্ড ভেঙে ফেলেন কিউইদের বিপক্ষে ৮৫ রান খরচা করা হারিস রউফ।
তবে রউফকে বেশিক্ষণ সেই রেকর্ডের মালিক থাকতে দেননি শাহীন শাহ আফ্রিদি। ১০ ওভার বোলিং করে ৯০ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন এই বাঁহাতি পেসার। মাত্র ৩০ মিনিটের মধ্যে রউফকে সরিয়ে বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলারের রেকর্ডটা নিজের করে নেন শাহীন।
এই প্রতিবেদন লেখার সময়ে নিউজিল্যান্ডের ৪০১ রানের বিশাল টার্গেটের জবাব দিতে ব্যাটিয়ে নেমেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১০ ওভার শেষে তুলেছে ৭৫ রান।