ফিলিস্তিনের জন্য শোক দিবস পালন করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৩, ১১:৪৩ পিএম

ফিলিস্তিনের জন্য শোক দিবস পালন করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বুধবার (১৮ অক্টোবর) রাতে গণভবনে মুসলিম দেশগুলোর জোট ও আইসিভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

ফিলিস্তিনিদের জন্য শোক দিবস পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে আছে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে গণভবনে মুসলিম দেশগুলোর জোট ও আইসিভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্র সচিব জানান, সৌজন্য সাক্ষাতে অবিলম্বে গাঁজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের হামলায় নিন্দা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। এ সমস্যার মূল চিহ্নিত করে বিশ্ব নেতাদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। একইসাথে ফিলিস্তিনের জন্য শোক দিবস পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত।  

এর আগে বুধবার সন্ধ্যায় টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ফিলিস্তিনের হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মানুষের জন্য ওষুধসহ চিকিৎসা সামগ্রী পাঠাতে নির্দেশ প্রদান করেন।  

Link copied!