স্বজনদের কাছে সাবেক ছাত্রলীগ নেতা ইশতিয়াক আলী খান পান্নার লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএফের এক মুখপাত্র। তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ডাউকি-তামাবিল সমন্বিত চেকপোস্ট থেকে স্বজনদের কাছে পান্নার লাশ হস্তান্তর করা হয়। বেলা ১২টার দিকে বিএসএফ ও বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সযোগে বাংলাদেশে পান্নার লাশ নেওয়া হয়।
আরও পড়ুন: মেঘালয়ে শ্বাসরোধে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা পান্নাকে
এর আগে গত ২৬ আগস্ট ভারতের মেঘালয়ের জৈন্তিয়া হিলস জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তর থেকে পান্নার লাশ উদ্ধার করে মেঘালয় রাজ্য পুলিশ। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আজ সকালে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে পান্নার লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, “পান্নার লাশ সীমান্তে উপস্থিত পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এরই মধ্যে পিরোজপুরের পথে রওনা হয়েছেন।”
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলার আওয়ামী লীগ নেতা পান্না। এরপর গত ২৬ আগস্ট মেঘালয় রাজ্য পুলিশ পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে খলিহরিয়াত সিভিল হাসপাতালে রাখে। লাশের সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশের উদ্ধৃতি দিয়ে পান্নাকে ভারতের অভ্যন্তরে দুষ্কৃতিরা শ্বাসরোধে হত্যা করেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।