‘৫-৬ লাখ টাকায় কনস্টেবল নিয়োগ’: ছাত্রদল নেত্রীর স্ট্যাটাসে হৈচৈ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৪, ০৪:৫২ পিএম

‘৫-৬ লাখ টাকায় কনস্টেবল নিয়োগ’: ছাত্রদল নেত্রীর স্ট্যাটাসে হৈচৈ

একজন পুলিশ কনস্টেবল নিয়োগ দিতে পাঁচ থেরেক ছয় লাখ টাকা নেওয়া হচ্ছে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রী। 

তিনি বলেছেন, বিশ্বাস করেন ভাই, লজ্জায় মাথাটা এত হেঁট হইসে! এই অবস্থা দেশে চলে আর ফাটাকেষ্টরা বড় বড় ডায়ালগ মেরে দেশ বদলায়।

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনসুরা আলম। দ্য রিপোর্ট ডট লাইভকে নিজের ফেসবুক স্ট্যাটাসের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

মনসুরা লিখেছেন, ‘দেশ কেমন বদলাইসে বলি! ফ্যাসিবাদ পরবর্তী ‍‍`নতুন বাংলাদেশ‍‍` এ ট্রেইনি কনস্টেবল নিয়োগ হচ্ছে। যেহেতু এই সময়ে হচ্ছে,সিন্ডিকেট নাই তাই এলাকার ইলিজেবল ছেলেদের বললাম এপ্লাই করতে। এই ছেলেগুলো আন্দোলন করেছে, অনেকে আহতও হয়েছে। সাধারণত সিন্ডিকেটকে টাকা খাওয়াইতে হয় বলে দরিদ্র পরিবারের ছেলেরা কনস্টেবল হইতেও পারেনা।

‘তো সবাই গেলো, গিয়ে দেখলো কিছু লোক মাঠে দাঁড়িয়ে অমুক আমার,তমুক আমার বলে ক্যান্ডিডেটদের ফিজিক্যাল পাশ করাচ্ছে। ছেলেরা বললো যে যাদের পাশ করাচ্ছে, এরা সবাই ৫-৬ লাখ করে টাকা দিসে ‍‍`অমুকদের‍‍`। অমুক কারা সেটা আমি নাম না নিলেও আপনারা বুঝবেন।’

মনসুরা আরও লিখেছেন, ‘আমাকে বলে, আপা আপনি বলেছিলেন টাকা ছাড়াই নাকি চাকরি হবে। এখন তো সেই আগের অবস্থাই দেখছি! শুধু শুধু এপ্লাই করে টাকা খরচ করে আর বেকার মাঠে দৌড়ে আসলাম।

আরও পড়ুন: ছাত্ররা সমস্যার অংশ হয়ে উঠছে: বার্গম্যান

‘বিশ্বাস করেন ভাই,লজ্জায় মাথাটা এত হেঁট হইসে! এই অবস্থা দেশে চলে আর ফাটাকেষ্টরা বড় বড় ডায়ালগ মেরে দেশ বদলায়। ৫-৬ লাখ টাকা দিয়ে হওয়া কনস্টেবল ক্ষমতা টিকাইতে আমাদের গুলি করে মারবে না তো কে মারবে?’ স্ট্যাটাসের শেষে লিখেছেন তিনি। 

১৭ ঘণ্টা আগে দেয়া মনসুরার স্ট্যাটাস শেয়ার হয়েছে ৬২ বার। ৯১টি কমেন্ট পড়েছে এবং লাইকও রিঅ্যাক্ট করেছে ৬১৩ জন।

Link copied!