নভেম্বর ১৯, ২০২৩, ০৭:০৯ এএম
দ্বিতীয় দিনের মতো চলছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি।
রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম।
এদিন সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করতে সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা।
মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে কিছুটা কম হলেও মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিলো লক্ষ্যণীয়।
মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
এদিকে কার্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিদের সাথে আসা সমর্থকদের নৌকা-নৌকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ চত্বর। নেতাকর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, সামনে আসছে শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন সহ প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।