মেট্রোরেলের নেটওয়ার্কে ঢাবি ও বিজয় সরণি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৩, ২০২৩, ০৪:৪২ এএম

মেট্রোরেলের নেটওয়ার্কে ঢাবি ও বিজয় সরণি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন জনসাধারণের জন্য চালু করা হলো। এখন থেকে উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী ট্রেনগুলো এই স্টেশন দুটিতে থামবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণী এলাকার মানুষদের জন্য রাজধানীতে চলাচলের পথ আরও সুগম হলো।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে প্রথমবারের মতো এই দুটি স্টেশনে থামে ট্রেন।

সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা ট্রেনটি টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।

একইদিন বিজয় সরণি স্টেশন খুলে দেয়া হয়েছে। এখন থেকে মোহাম্মদপুরবাসীও মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে এখন চালু হওয়া বাকি আছে কারওয়ানবাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। চলতি মাসের শেষের দিকে শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুটি স্টেশন চালু হলে উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা।

Link copied!