দীপু মনি ও আরিফ খান জয়ের ৯ দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিবেদক

আগস্ট ২০, ২০২৪, ১০:৩৩ এএম

দীপু মনি ও আরিফ খান জয়ের ৯ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে দীপু মনির ৪ ও আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।

একেই দিন আসামিপক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়েও আবেদন করেন। এজলাসে আসামিদের ডকে ওঠানোর পর কারও হাতে হাতকড়া না থাকায় বিএনপিপন্থি আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। এরপর আসামি জয়কে হাতকড়া পরানো হয়। নারী বিবেচনায় দীপু মনিকে হাতকড়া পরানো হয়নি।

আরও পড়ুন: আত্মীয়ের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি আটক

শুনানির একপর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে কিছু বলতে পারেননি। অন্যদিকে দীপু মনি ডকের এক কোণায় অবস্থান নিয়ে মাথা নিচু করে ছিলেন। কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। পরবর্তীতে এই অভিযোগ এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত। সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানান এই ব্যবসায়ী।

মামলার অন্যান্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজারো ছাত্র-জনতার মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু ছাত্র-জনতা হতাহতের খবর আসে। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিলেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

Link copied!