রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দীপু মনিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মো. রবিউল হাসান ভূঁইয়া।
ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
এর আগে সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তার স্বামী তৌফীক নাওয়াজ এবং বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক হিসাব জব্দ ও একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।