বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে বৈঠক করবে ডিএনসিসি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০২:১৯ পিএম

বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে বৈঠক করবে ডিএনসিসি

ছবি: সংগৃহীত

 


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকায় বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের প্রথমবারের মতো একই প্ল্যাটফর্মে আনতে ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ বিষয়ক গোলটেবিল বৈঠক আয়োজন করা হচ্ছে।

ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান ইতোমধ্যে বৈঠক আয়োজনের নোটিশ জারি করেছেন। বৈঠক আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

রাজধানীতে বাসা ভাড়ার চাপ ও ভাড়াটিয়াদের জীবনযাত্রার ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছে। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫ বছরে ঢাকায় বাসা ভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ, যা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ।

সংগঠনটির আরও তথ্য অনুযায়ী, ঢাকার ৫৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের অর্ধেক পর্যন্ত ব্যয় করেন বাসা ভাড়ায়। ১২ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের ৭৫ শতাংশ পর্যন্ত খরচ করেন ভাড়া দিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় ৭২ শতাংশই ভাড়াটিয়া। নিজ বাসায় থাকেন মাত্র ২৫.৮৫ শতাংশ মানুষ। এছাড়া, ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বরে শহরে বাড়ি ভাড়া বেড়েছে ৫.৮৯ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও সীমিত আয়তনের চাপেই বাড়ছে ভাড়ার অস্বাভাবিক প্রবণতা। বর্তমানে ঢাকা শহরে প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করছে, প্রতি বর্গকিলোমিটারে ঘনত্ব ৪৩,৫০০ জন।

ডিএনসিসির গোলটেবিল বৈঠকে ভাড়াবাজারের নীতি, মালিক-ভাড়াটিয়া সম্পর্ক, ভাড়া নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকারের বিষয়ে সুপারিশ আসার প্রত্যাশা করা হচ্ছে।

 

Link copied!