চীন-জাপান বিরোধে অবস্থান জানালো হংকং

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৭ পিএম

চীন-জাপান বিরোধে অবস্থান জানালো হংকং

ছবি: সংগৃহীত

চীন ও জাপানের চলমান দ্বিপাক্ষিক বিরোধে এবার হংকংও সক্রিয় অবস্থান নিয়েছে। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের নেতা জন লি সোমবার বেইজিংয়ের কূটনৈতিক অবস্থানকে সমর্থন জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হংকংয়ের নেতা জন লি বলেছেন, জাপান বিষয়ে চীনের কূটনৈতিক অবস্থানকে তার সরকার সমর্থন করে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারা উপযুক্ত পদক্ষেপ নেবে।

হংকংয়ের তরফ থেকে এটি চীন ও জাপানের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার প্রথম প্রকাশ্য মন্তব্য।

হংকং হলো চীনের একটি বিশেষায়িত অঞ্চল, যেখানে ‘এক চীন নীতি’ কার্যকর রয়েছে। ফলে অঞ্চলটি স্বায়ত্বশাসন ভোগ করলেও স্বাধীন ভূখণ্ড হিসেবে সিদ্ধান্ত নিতে পারে না। তবে বেইজিংয়ের আধিপত্য নিয়ে সেখানে মাঝে মাঝে আন্দোলন দেখা যায়।

বেইজিং ও টোকিওর মধ্যে বিতর্কের সূত্রপাত হয় ৭ নভেম্বর, যখন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানের বিরুদ্ধে চীনের কোনও সামরিক পদক্ষেপ জাপানের জন্য ‘টিকে থাকার হুমকি পরিস্থিতি’ তৈরি করতে পারে।

উল্লেখ্য, তাকাইচি যে ধরনের সম্ভাব্য পরিস্থিতির কথা বলেন, জাপানের সংবিধান অনুযায়ী ওই ক্ষেত্রে সামরিক বাহিনীর মোতায়েনের অধিকার রাখে দেশটির প্রধানমন্ত্রী। অর্থাৎ, তিনি প্রকারান্তরে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেন মনে করে ক্ষুব্ধ হয় চীন।

তাকাইচির মন্তব্যের প্রতি ইঙ্গিত করে জন লি বলেছেন, এই ধরনের গুরুতর কথা চীন-জাপান বাণিজ্যের পরিবেশকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। এতে অনেক সম্পর্কের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়।

এদিকে, রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রীর প্রকাশ্যে এমন ভুল বার্তা দেওয়া “অত্যন্ত স্তম্ভিত করার মতো”, কারণ চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে। যদিও গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান বেইজিংয়ের এই দাবি অস্বীকার করে আসছে।

জাপানি বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, জাপান কনস্যুলেটের সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে স্থগিত করেছে হংকং। এ বিষয়ে প্রশ্নের জবাবে লি বলেছেন, আমাদের ব্যবস্থাপনা অবশ্যই জাতীয় মর্যাদা ও হংকংবাসীর স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

হংকংয়ের নিরাপত্তা ব্যুরো ১৫ নভেম্বর জাপান ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জাপান হংকংয়ের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে চান্দ্র নববর্ষের মতো সময়ে হংকং থেকে জাপানের ১৩টি শহরে দৈনিক প্রায় দেড়শ ফ্লাইট চলে।

গত বছর প্রায় ২৬ লাখ ৮০ হাজার হংকংবাসী জাপান ভ্রমণ করেছেন, যা জাপানের মোট বিদেশি পর্যটকের ৭ দশমিক ৩ শতাংশ। এ সময়ে ক্যাথে প্যাসিফিকসহ হংকংয়ের বিভিন্ন এয়ারলাইন যাত্রীদের বিকল্প বুকিং বা ভ্রমণসূচি পরিবর্তনের সুযোগ দিয়েছে।

Link copied!