বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০২:৩৫ পিএম

বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পূজা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা সোমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর পাত্র শুভংকর সেন, যিনি পেশায় মডেল এবং চাকরিজীবী।

গায়িকা নিজে এই বিষয়টি নিশ্চিত করেছেন। পূজা জানান, গত এক বছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল, এবং তারপর দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার আশীর্বাদ চেয়েছেন।

বাঁধন সরকার পূজা দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার বেশ কয়েকটি গান ভিউতে কোটি পার করেছে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে: তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, এবং মিউজিক তোমায় ছেড়ে।

Link copied!