দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৪, ০৯:১২ এএম

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ফাইল ছবি

শুরু হল দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। 

এই বৈঠকে দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ, যা থাকছে প্রথম দিনে

সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। 

দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

Link copied!