দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ, যা থাকছে প্রথম দিনে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৪, ১০:২১ এএম

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ, যা থাকছে প্রথম দিনে

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। নতুন এই সংসদের প্রথম অধিবেশন মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় শুরু হচ্ছে।

সংবিধানের বিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। আজ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ৭ জানুয়ারি। এই নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ দফায় ক্ষমতায় এল আওয়ামী লীগ।

নতুন সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১০ জানুয়ারি। আর নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেয় ১১ জানুয়ারি।

বিগত একাদশ জাতীয় সংসদের মেয়াদ ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত। মেয়াদ শেষে আজ থেকে নতুন সংসদ যাত্রা শুরু করছে। সাধারণত সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ অধিবেশনের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার এবং এরপর ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে।

সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ ইতিমধ্যে একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার এবং শামসুল হককে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করেছে। ফলে তাঁরা দুজনই আবার নির্বাচিত হতে যাচ্ছেন।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব আনা হবে। এরপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম দিনের বৈঠক মুলতবি হবে।

এই সংসদে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি আসন রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যদের। আর প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়া জাতীয় পার্টির আসন মাত্র ১১টি।

জাতীয় পার্টি এবারের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করেছিল। ওই আসনগুলোর মধ্যে ১১টিতে জয় পেয়েছে তারা।

৭ জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯টিতে।  এর মধ্যে আওয়ামী লীগের আসন ২২৩টি। জাতীয় পার্টির আসন ১১টি। এর বাইরে সংসদে স্বতন্ত্র সদস্য আছেন ৬২ জন।

বাকি তিনটি আসনের মধ্যে দুটি পেয়েছে আওয়ামী লীগের জোটের শরিকেরা।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ইতিমধ্যে নতুন সংসদের সদস্যদের আসনবিন্যাস চূড়ান্ত করা হয়েছে। প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে নতুন সংসদের যাত্রার প্রথম দিনে রাজপথে কালো পতাকা মিছিলের কর্মসূচি রেখেছে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। ‘ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে’ আজ মঙ্গলবার সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

Link copied!