পোস্টাল ব্যালটের প্রথম চালান বিদেশে যাচ্ছে আগামী ১৭ ডিসেম্বর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০১:৩৯ পিএম

পোস্টাল ব্যালটের প্রথম চালান বিদেশে যাচ্ছে  আগামী ১৭ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর থেকে বিদেশে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালটের প্রথম চালান পাঠানো শুরু হবে। পর্যায়ক্রমে এই ব্যালটগুলো বিশ্বের ১২০টি দেশে পাঠানো হবে।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসী ভোটারদের জন্য দুটি করে ব্যালট পেপার পাঠানো হবে—একটি সংসদ নির্বাচন এবং অন্যটি জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের জন্য। ভোট দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কাছের পোস্টবাক্সে ব্যালটসহ খাম ফেরত পাঠাতে হবে। ব্যালট ফেরত পাঠানোর সময়সীমা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। নির্ধারিত সময়ের পর দেশে পৌঁছানো ব্যালট গণনায় নেওয়া হবে না।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হবে। 

ইসি সূত্র জানায়, ভোটাররা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজ নিজ আসনের প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ব্যালটে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দেবেন। ব্যালটে নিবন্ধিত সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মিলিয়ে মোট ১১৮টি প্রতীক থাকবে। পাশাপাশি ‘না’ ভোটের চিহ্নও রাখা হবে।

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ৯১৯ জন নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯৩৮ জন পুরুষ এবং ২৬ হাজার ৪৮ জন নারী ভোটার। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে ১ লাখ ৭ হাজার ৫৪৪ জন। 

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন। প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে যে দেশ থেকে ভোট দেওয়া হবে, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।

Link copied!