ফাইল ছবি
দল পরিচালনা ও আসন্ন নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার রওশনের সঙ্গে দেখা করতে যান জি এম কাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান শনিবার রাত পৌনে নয়টার দিকে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষকের বাসায় যান গুলশানের বাসায় যান। তাঁরা দুজন পারিবারিকভাবে বৈঠক করেন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তাঁদের মধ্যে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। জি এম কাদের একাই কথা বলেন রওশন এরশাদের সঙ্গে। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান জি এম কাদের।
জাপার দুই নেতার বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ)।