দূতাবাসের সামনে ৩৮ রাউন্ড গুলি ছোড়েন কাউসার

জাতীয় ডেস্ক

জুন ৯, ২০২৪, ০১:৫০ পিএম

দূতাবাসের সামনে ৩৮ রাউন্ড গুলি ছোড়েন কাউসার

ছবি: সংগৃহীত

গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে একটি পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল কাউসারের ছোড়া গুলিতে নিহত হয়েছেন কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হন। এ সময় ব্রাজিল থেকে আমদানি করা এসএমটি সাবমেশিনগান থেকে ৩৮ রাউন্ড গুলি ছোড়েন কাউসার।

শনিবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। তখন তারা দুজন দূতাবাসের পাশে থাকা পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার কিছুক্ষণ আগে কনস্টেবল মনিরুল ও কাউসারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে মনিরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন কাউসার।

আরও পড়ুন: কনস্টেবলের গুলিতে কনস্টেবল নিহত, ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন আইজিপি

ঘটনাস্থল পরিদর্শন শেষে যা বললেন আইজিপি
রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে ঘটনাস্থলেই কনস্টেবল মনিরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এখন ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

Link copied!